• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মার্কিন র‍্যাপার ফ্রেঞ্চ মনটানার সঙ্গে দুবাই রাজকন্যার বাগদান

বিনোদন ডেস্ক    ২৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ এ.এম.
ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা-ছবি সংগৃহীত

দুবাইয়ের রাজপরিবারের সদস্য ও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা নতুন জীবনের পথে পা রেখেছেন। তিনি বাগদান সম্পন্ন করেছেন মরক্কো বংশোদ্ভূত মার্কিন র‍্যাপার ফ্রেঞ্চ মনটানার (কারিম খারবুচ) সঙ্গে। বুধবার (২৭ আগস্ট) মার্কিন বিনোদনভিত্তিক ওয়েবসাইট টিএমজেড এ খবর নিশ্চিত করেছে।

বিলাসবহুল জীবনযাপন ও খোলামেলা ব্যক্তিত্বের জন্য পরিচিত শেখা মাহরা আগেও আলোচনায় এসেছেন। ২০২৩ সালে তিনি শেখ মানার বিন মোহাম্মদ আল মাকতুমকে বিয়ে করেছিলেন এবং চলতি বছরের মে মাসে এক কন্যা সন্তানের জন্ম দেন। তবে কিছুদিনের মধ্যেই স্বামীর পরকীয়ার অভিযোগ তুলে ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

২০২৪ সালের শেষ দিক থেকেই মাহরা ও ৪০ বছর বয়সি ফ্রেঞ্চ মনটানার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়। দুবাই, মরক্কো ও প্যারিসে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদের। চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকের এক ইভেন্টে মনটানা মাহরাকে বিয়ের প্রস্তাব দেন।

বিবাহবিচ্ছেদের পর মাহরা নিজের নামেই ‘Mahra M1’ নামে একটি ব্র্যান্ড চালু করেন। এর প্রথম পণ্য ছিল পারফিউম ‘DIVORCE’, যার মূল্য ২৭২ ডলার। অনেকে এটিকে তার ব্যক্তিগত জীবনের প্রতিফলন বলে মনে করেন।

শেখা মাহরা দুবাইয়ের একটি প্রাইভেট স্কুলে পড়াশোনা শেষে যুক্তরাজ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি সামাজিক, মানবিক ও নারীর ক্ষমতায়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

অন্যদিকে, ১৯৮৪ সালে জন্ম নেওয়া ফ্রেঞ্চ মনটানা Unforgettable ও No Stylist গান দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পান। তিনি দাতব্য কাজেও সক্রিয়, বিশেষ করে উগান্ডা ও উত্তর আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে অবদান রেখেছেন। এর আগে ২০০৭ সালে তিনি নাদিন খারবুচকে বিয়ে করেছিলেন। তাদের এক পুত্রসন্তান রয়েছে; ২০১৪ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে।

দুবাই রাজপরিবারের সাহসী ও স্বাধীনচেতা নারী হিসেবে পরিচিত শেখা মাহরার এই নতুন পথচলা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এখন সময়ই বলে দেবে, রাজকন্যার এই সম্পর্ক কতটা স্থায়ী হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ কোটি থেকে এখন মূল্য ২শ’ কোটির বেশি
১৩ কোটি থেকে এখন মূল্য ২শ’ কোটির বেশি
বিবাহবার্ষিকী ভুলে গেলেন চঞ্চল, কৃতজ্ঞতা প্রকাশ স্ত্রীকে
বিবাহবার্ষিকী ভুলে গেলেন চঞ্চল, কৃতজ্ঞতা প্রকাশ স্ত্রীকে
গ্লাস হাতে মনোকিনিতে পুল পার্টি, চল্লিশে যে ভয় পিয়ার
গ্লাস হাতে মনোকিনিতে পুল পার্টি, চল্লিশে যে ভয় পিয়ার