• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ আগস্ট ২০২৫, ১২:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতে আটক রোহিঙ্গা শরণার্থীদের নৌবাহিনীর জাহাজে তুলে সমুদ্রে ফেলার অভিযোগ উঠেছে। ৪০ জন রোহিঙ্গা শরণার্থী বিবিসিকে জানিয়েছেন, রাজধানী দিল্লি থেকে তাদের আটক করে প্রথমে বিমানে, পরে নৌবাহিনীর জাহাজে তুলে আন্দামান সাগরে ফেলা হয়। যদিও তাঁদের হাতে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল, তাঁরা সাঁতরে তীরে পৌঁছান।

এই ঘটনা নুরুল আমিনের পরিবারের মধ্য দিয়ে আরও চিত্রমান হয়। তার ভাই খাইরুল ও পরিবারের আরও চারজনকে ২০২৫ সালের ৭ মে ভারতের সরকার মিয়ানমারে ফেরত পাঠায়। নুরুল আমিন বলেন, “আমার বাবা-মা ও স্বজনেরা কী যন্ত্রণার মধ্যে আছে, তা কল্পনাও করতে পারিনি।”

মিয়ানমারে বর্তমানে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। সেনা অভ্যুত্থানের পর জান্তার বিরুদ্ধে বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী লড়াই করছে। অধিকাংশ রোহিঙ্গা এখন বাহটু আর্মির (BHA) কাছে আশ্রয় নিয়েছেন। সৈয়দ নূর বলেন, “আমরা এখানে নিরাপদ নই। পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্র।”

বিবিসি জানিয়েছে, ৬ মে দিল্লির বিভিন্ন এলাকায় বসবাসরত ৪০ রোহিঙ্গাকে স্থানীয় থানায় ডেকে আনা হয়, পরে তাদের হিন্দন বিমানবন্দর থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পাঠানো হয়। সেখানে পৌঁছে তাদের বাসে তোলা হয়, গায়ে লেখা ছিল “ভারতীয় নৌবাহিনী”। বাসে ওঠার পর হাত ও মুখ বাঁধা হয়, কিছুক্ষণের মধ্যেই নৌবাহিনীর জাহাজে নেওয়া হয়। জাহাজে প্রায় ১৪ ঘণ্টা থাকা অবস্থায় অনেককে মারধর ও অপমান করা হয়।

৪০ জনের মধ্যে ১৫ জন ছিলেন খ্রিস্টান। নূর জানিয়েছেন, তাদের ধর্ম পরিবর্তনের বিষয়েও জিজ্ঞেস করা হয়েছিল। এরপর তাদের ছোট নৌকায় সমুদ্রে নামানো হয়। বলা হয়েছিল তারা ইন্দোনেশিয়ায় পৌঁছেছে, কিন্তু আসলে তারা মিয়ানমারে পৌঁছান।

জাতিসংঘ জানিয়েছে, ভারত রোহিঙ্গাদের জীবনকে “চরম ঝুঁকির” মধ্যে ফেলেছে। নুরুল আমিন ও তার আত্মীয়রা ১৭ মে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেন, যাতে রোহিঙ্গাদের ফিরিয়ে আনা হয় এবং নির্বাসনের প্রক্রিয়া বন্ধ করা হয়। তবে সুপ্রিম কোর্টের এক বিচারপতি অভিযোগগুলোকে “অবাস্তব কল্পনা” বলে মন্তব্য করেছেন। মামলার শুনানি ২৯ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে।

ভারতে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে বাসা থেকে বের হতে ভয় পাচ্ছেন। নুরুল আমিন বলেন, “আমার মনে শুধু ভয় কাজ করে, ভারত সরকার যে কোনো সময় আমাদেরও ধরে নিয়ে সমুদ্রে ফেলে দিতে পারে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃত্যু ১৫
পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃত্যু ১৫
রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বলল হোয়াইট হাউস
রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বলল হোয়াইট হাউস
গাজায় ১ দিনে নিহত ৭৬, মোট প্রাণহানি প্রায় ৬২,৯০০
গাজায় ১ দিনে নিহত ৭৬, মোট প্রাণহানি প্রায় ৬২,৯০০