চারদিকে শুধু মরদেহ, মনে হচ্ছিল আমিও মারা যাব


রাজনৈতিক কর্মী মোতাহরেহ গুনেই ইরানের জেলে ইসরায়েলি হামলার ভয়াবহতার বর্ণনা করে বলেন, “ইসরায়েল যখন হামলা চালাল, সেটা আমার কাছে সবচেয়ে ভয়াবহ মুহূর্ত ছিল না। হামলার পরও যখন আমার সেলের দরজা খোলা হলো না, তখনই মনে হয়েছিল আমি যেন নরকের দিকে যাচ্ছি।”
২৩ জুনের সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা বিবিসিকে জানাচ্ছিলেন রাজনৈতিক কর্মী মোতাহরেহ গুনেই। হামলার সময় তিনি ছিলেন তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি। একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় প্রাণভয়ে সময় কাটিয়েছেন তিনি। পরে কিছুদিনের জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছে।
বিবিসি নিউজের ফার্সি বিভাগ উপগ্রহচিত্র, প্রত্যক্ষদর্শীর বর্ণনা এবং যাচাই করা ভিডিও ফুটেজের মাধ্যমে হামলার নতুন কিছু তথ্য সংগ্রহ করেছে। এসব সূত্রে উঠে এসেছে এভিন কারাগারে ইসরায়েলি হামলার ভয়াবহতা ও এর মানবিক বিপর্যয়ের চিত্র।
ভিওডি বাংলা/জা