• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভিপি নুরের ওপর হামলার নিন্দা সমমনা জোটের

নিজস্ব প্রতিবেদক    ৩০ আগস্ট ২০২৫, ০৩:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে এই দাবি জানান তিনি।

ড. ফরহাদ বলেন, শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীতে ন্যাক্কারজনক হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার দলের নেতাকর্মীরা গুরুতর আহত হয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একইসাথে  আহতদের দ্রুত সরকারিভাবে সুচিকিৎসার ব্যবস্থা এং অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র ২০টি থানার আহবায়ক কমিটি ঘোষনা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র ২০টি থানার আহবায়ক কমিটি ঘোষনা
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
কেন্দ্র দখল করে ক্ষমতা বসার স্বপ্ন যুব সমাজ রুখে দিবে : আতাউর
কেন্দ্র দখল করে ক্ষমতা বসার স্বপ্ন যুব সমাজ রুখে দিবে : আতাউর