ফুলবাড়ীতে দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন


ফুলবাড়ীতে ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে দুই মাস মাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১লা সেপ্টেম্বর) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা চত্বরে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে বেকার ৪০ জন যুবক যুবতীর মাঝে দুই মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক,উপজেলা আইসিটি কর্মকর্তা আজমল আফছার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায়, সহঃ কর্মকর্তা আব্দুর রহমান, হাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা বিধু বিশু, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,প্রশিক্ষক দীপক কুমার রায়সহ আরো অনেকে।
ভিওডি বাংলা/ এমএইচ