ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাহসান


বাংলাদেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান। সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান এবং ওয়ালটন লিফটের চিফ বিজনেস অফিসার জেনান-উল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
ওয়ালটন হাই-টেকের পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি বলেন, “ওয়ালটন সবসময় নতুন প্রযুক্তি উদ্ভাবন ও উৎপাদনে সচেষ্ট। দেশে ওয়ালটনই প্রথম উচ্চ প্রযুক্তির লিফট উৎপাদন শুরু করেছে। আমরা লক্ষ্য করছি স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মানসম্মত লিফট সরবরাহ করা।” তিনি জানান, ওয়ালটন লিফট ম্যানুফ্যাকচারিং প্রজেক্টে কয়েকশ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং বর্তমানে বছরে এক হাজারের বেশি ইউনিট উৎপাদনের সক্ষমতা রয়েছে।
ওয়ালটন লিফটের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান বলেন, “লিফটসহ হাই-টেক পণ্যে ওয়ালটনের বিনিয়োগ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করছে। এই অগ্রযাত্রায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত।”
ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, “অনুর্ধ্ব-১৯ দলের সময় থেকে আমি দীর্ঘ ১০ বছর ধরে ওয়ালটন পরিবারের সঙ্গে আছি। বিশ্বমানের লিফট তৈরি হচ্ছে, যা আমার জন্য গর্বের বিষয়।”
ভিওডি বাংলা/জা