১১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই সূচক, লেনদেনেও গতি


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সূচক ও লেনদেন দুই ক্ষেত্রেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ মাস পর আবারও ৫ হাজার ৬০০ পয়েন্টের ঘর অতিক্রম করেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আগের দিনের তুলনায় ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২১ পয়েন্টে। এর আগে সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর সূচকটি ৫ হাজার ৬২৪ পয়েন্টে ছিল।
এছাড়া বাছাই করা শেয়ারের সূচক ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ৮ পয়েন্ট, অবস্থান করছে ১ হাজার ২৩৩ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইতে ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ২২০টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। দিন শেষে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৭৮ কোটি ৬ লাখ টাকার, যা আগের দিনের ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার তুলনায় বেশি।
এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংক পিএলসি-র শেয়ারে, যার মোট লেনদেন দাঁড়ায় ৪৫ কোটি ৭০ লাখ টাকা। এর আগে সোমবার সর্বাধিক লেনদেন হয়েছিল তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি-র শেয়ারে।
অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫৩ পয়েন্টে। তবে অন্যান্য সূচক কিছুটা কমেছে এবং সার্বিক লেনদেনও হ্রাস পেয়েছে।
সিএসইতে এদিন ২৩৯ প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির। মোট লেনদেন হয়েছে ১৪ কোটি ৮০ লাখ টাকার, যা আগের দিনের ২৮ কোটি ৯৩ লাখ টাকার তুলনায় প্রায় অর্ধেক।
ভিওডি বাংলা/জা