• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪ শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পি.এম.
প্রতীকী ছবি

অস্বাভাবিকভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে বাড়তে দেখা গেছে। কোম্পানিগুলোর কাছে এই উল্লম্ফনের কারণ জানতে চেয়ে এরই মধ্যে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর মধ্যে তিনটি কোম্পানি ব্যাখ্যা দিলেও একটি সাড়া দেয়নি। 

বুধবার (৩ সেপ্টেম্বর) ডিএসই এই তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং বঙ্গজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়ছে।  

আরও পড়ুন: প্রথম ঘণ্টায় ৫০০ কোটি টাকার বেশি লেনদেন

এর মধ্যে বঙ্গজ লিমিটেড বাদে বাকিগুলো জানিয়েছে, তারা এই অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের কারণ জানে না। তাদের কাছে এমন কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই, যাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে শেয়ারের দর ও লেনদেনে উল্লোম্ফন হতে পারে। আর বঙ্গজ লিমিটেড ডিএসইর চিঠির কোন জবাব দেয়নি।

গত ১৭ আগস্টের পর থেকে টানা ঊর্ধ্বমূখী রয়েছে শ্যামপুর সুগারের শেয়ারদর বাজার বিশ্লেষণে দেখা গেছে। ওইদিন শেয়ারটির দর ছিল ১২০ টাকা ১০ পয়সা। সোমবার লেনদেন শেষে যা বেড়ে হয় ১৭৯ টাকা ৮০ পয়সা। অর্থাৎ ১০ কার্যদিবসে শেয়ারটির দর ৫৯ টাকা ৭০ পয়সা বা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পায়। সাম্প্রতিক সময়ের মধ্যে গত সোমবার কোম্পানির সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ৯৪ হাজার ১৫৪টি।

গত ২২ জুনের পর ঊর্ধ্বমূখী রয়েছে প্রাইম ইসলামী লাইফের শেয়ারদর। ওইদিন শেয়ারটির দর ছিল ৩০ টাকা ৯০ পয়সা। গতকাল লেনদেন শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আলোচিত সময়ের মধ্যে কোম্পানি শেয়ারদর বেড়েছে ১৭ টাকা ২০ পয়সা বা প্রায় ৫৬ শতাংশ। আলোচিত সময়ের মধ্যে গত সোমবার কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, যা সংখ্যাংয় ৬ লাখ ৬৬ হাজার ৩০৫টি।

ডমিনেজ স্টিলের শেয়ারদর গত ২৩ জুনের পর ঊর্ধ্বমূখী রয়েছে। ওইদিন শেয়ারটির দর ছিল ৯ টাকা ৯০ পয়সা। গতকাল লেনদেন শেষে যা ছিল ১৮ টাকা ৬০ পয়সা। আলোচিত সময়ের ব্যবধানে কোম্পানির শেয়ারদর বেড়েছে ৮ টাকা ৭০ পয়সা বা প্রায় ৮৮ শতাংশ। আলোচিত সময়ের মধ্যে গত ১৯ আগস্ট কোম্পানির সর্বাধিক সংখক শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ৯৪ লাখ ৩১ হাজার ৪৩০টি।

গত ২২ জুনের পর ঊর্ধ্বমূখী রয়েছে বঙ্গজ লিমিটেডের শেয়ারদর। ওইদিন শেয়ারটির দর ছিল ৮৬ টাকা ২০ পয়সা। গত সোমবার লেনদেন শেষে যা দাঁড়ায় ১৪১ টাকা ৩০ পয়সায়। আলোচিত সময়ের ব্যবধানে কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পায় ৫৫ টাকা ১০ পয়সা বা প্রায় ৬৪ শতাংশ। আলোচিত সময়ের মধ্যে গত সোমবার কোম্পানির সর্বাধিক সংখ্ক শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ৮ লাখ ১৭ হাজার ৮১০টি।

আজ  বিনিয়োগকারীদের সতর্ক করার উদ্দেশ্যে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিগুলোকে জানিয়েছে, কোন ধরনের মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শ্যামপুর সুগার, প্রাইম ইসলামী লাইফ এবং ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ারদর বাড়ছে। আর বঙ্গজ লিমিটেড ডিএসইর চিঠির জবাব দেয়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামীকাল এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ হবে
আগামীকাল এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ হবে
আগস্টে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার
আগস্টে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার
ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাহসান
ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাহসান