• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বরগুনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর পালিত

বরগুনা প্রতিনিধি    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

 

বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন বরগুনা পৌর বিএনপি। 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বরগুনা শহরের বন্দর ক্লাব প্রাঙ্গণ থেকে পৌর বিএনপি শতাধিক নেতাকর্মী'রা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় পৌর বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত সদস্যসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সাধারণ মানুষ অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব চত্বরে গিয়ে এক সমাবেশে পরিণত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান ছগির। শুভেচ্ছা বক্তব্য দেন বরগুনা পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে। 

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ হাওলাদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাড. নুরুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক জনাব মামুন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ূন হাসান শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি অ্যাড. রেজবুল কবির, শফিকুজ্জামান মাহফুজ, ফজলুল হক মাস্টার, বাবুল হাওলাদার, মো, রনি, সাধারণ সম্পাদক, ছাত্রদল, আব্দুল্লাহ আল আরিফ, সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল, বরগুনা জেলা। ফায়জুল মালেক সজিব, সদস্য সচিব জেলা স্বেচ্ছাসেবক দল।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলটি রাজপথে আছে এবং আগামীতেও থাকবে। তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন চলমান আন্দোলনে নতুন প্রেরণা জোগাবে।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিসহ নানামুখী আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুমারখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গৌরীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
গৌরীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামের ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার