• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অর্ধশতকের সুরযাত্রা:

বাংলা গানের নক্ষত্র সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ পি.এম.
সাবিনা ইয়াসমিন-ছবি সংগৃহীত

বাংলা গানের জগতে যাঁর নাম শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয়, তিনি সাবিনা ইয়াসমিন। সুরেলা কণ্ঠে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন তিনি। আজ তার জন্মদিন।

সাতক্ষীরার সম্ভ্রান্ত পরিবারে ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সাবিনা ইয়াসমিন। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি প্রবল আগ্রহ ছিল তার। মায়ের কাছে প্রাথমিক শিক্ষা নিয়ে পরে ওস্তাদদের কাছ থেকে নিয়মিত তালিম অর্জন করে তিনি এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন।

১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। “তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা”, “সুখে থেকো ও আমার নন্দিনী”, “যদি মন কাঁদে তুমি চলে এসো”, “এমনও প্রেম হয়”- একের পর এক কালজয়ী গান আজও বাঙালির হৃদয় স্পর্শ করে।

মুক্তিযুদ্ধের সময়ও তিনি ছিলেন সংগীতের ফ্রন্টলাইনে। দেশাত্মবোধক গান দিয়ে মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন। শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ১৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ অসংখ্য সম্মাননা।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ লিখেছেন-“বাংলা গানের ইতিহাস আপনার নাম ছাড়া অসম্পূর্ণ।” আরেকজন মন্তব্য করেছেন-“আপনি শুধু শিল্পী নন, আমাদের আবেগ, আমাদের গর্ব।”

জন্মদিনে সকলের প্রার্থনা-বাংলা গানের সুরসম্রাজ্ঞী সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন সুস্থ থাকুন, এবং তার কণ্ঠে আরও নতুন গান শোনার সৌভাগ্য আমাদের হোক।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজেকে ‘ইন্ট্রোভার্ট’ বললেন সাবিলা নূর
নিজেকে ‘ইন্ট্রোভার্ট’ বললেন সাবিলা নূর
‘বনি আমার হাত শক্ত করে ধরেছিল’: কৌশানী মুখার্জি
‘বনি আমার হাত শক্ত করে ধরেছিল’: কৌশানী মুখার্জি
স্ট্যাটাস দিলেই গালি শুনি : জয়
স্ট্যাটাস দিলেই গালি শুনি : জয়