• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গৌরীপুরে উদযাপিত

গৌরীপুর প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ আছর গৌরীপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়  থেকে উপজেলা, পৌর বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু (ভিপি শামছু)-এর নেতৃত্বে র‌্যালি শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু (ভিপি শামছু)। সঞ্চালনা করেন উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক।

সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মেদ, পৌর বিএনপির সদস্য ও প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, উত্তর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক রাসেল, যুবনেতা ডা. মোঃ শাহজাহান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিলন এবং ছাত্রদল নেতা রিশাদ প্রমুখ।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
পাকুন্দিয়ায় বিএনপি নেতার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
পাকুন্দিয়ায় বিএনপি নেতার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে শোভাযাত্রা
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে শোভাযাত্রা