ফরিদা পারভীনের অবস্থা সংকটাপন্ন


দেশবরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে। দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। বর্তমানে সপ্তাহে দুই দিন নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে তাকে।
গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী ও শিল্পীর ছেলে ইমাম নিমেরি উভয়ই এই তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদা পারভীনের আগে ফুসফুস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত মাসেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং আইসিইউতেও রাখা হয়েছিল।
ভিওডি বাংলা/জা