তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন পপ তারকা রিহানা


আমেরিকার পপ তারকা রিহানা তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের রাস্তায় তাকে বেবি বাম্পসহ দেখা গেছে।
এর আগে রিহানা ২০২২ সালে প্রথম সন্তান এবং ২০২৩ সালে দ্বিতীয় সন্তানকে জন্ম দিয়েছেন। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে ঘুরতে দেখা গেছে তাকে। রিহানার পরনে ছিল হালকা নীল জিন্স এবং ক্রপড টপ, যা থেকে স্পষ্টভাবে দেখা গেছে তাঁর বেবি বাম্প। চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে তাকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গিয়েছিল।
দ্বিতীয় সন্তানের জন্মের আগে দীর্ঘদিনের প্রেমিক র্যাপার এসাপ রকির সঙ্গে বিবাহের কথাও উঠেছিল। তবে এখনও রিহানা এবং রকি আনুষ্ঠানিকভাবে বিবাহিত নন। তৃতীয় সন্তানের আগমনে ভক্ত এবং মিডিয়ায় উচ্ছ্বাস তৈরি হয়েছে।
জানা গেছে, ২০১২ সালে একটি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবার রিহানা ও এসাপ রকির পরিচয় হয়, কিন্তু প্রেমের সম্পর্ক শুরু হয় ২০১৯ সালের শেষের দিকে।
ভিওডি বাংলা/জা