• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আগস্ট মাসে দেশের সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.২৯ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাই মাসে ছিল ৮.৫৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ তথ্যে এটি উঠে এসেছে।

মূলত খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমার কারণেই সার্বিক মূল্যস্ফীতির এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০২৫ সালের জুন মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৮.৪৮ শতাংশ।

বিবিএস’র তথ্যমতে, আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৭.৬০ শতাংশ হয়েছে, যা জুলাই মাসে ছিল ৭.৫৬ শতাংশ। তবে খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি আগের মাসের ৯.৩৮ শতাংশ থেকে কমে ৮.৯০ শতাংশে নেমে এসেছে। একই সময়ে গ্রাম ও শহর উভয় ক্ষেত্রেই মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি
বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি
ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া
ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া
এশিয়ার শেয়ারবাজারে রেকর্ড ঊর্ধ্বগতি
এশিয়ার শেয়ারবাজারে রেকর্ড ঊর্ধ্বগতি