ডাকসু নির্বাচনের ফলাফল ভবিষ্যতের আগাম সংবাদ: জয়


ডাকসু নির্বাচনকে ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক দল থেকে সাধারণ শিক্ষার্থীরাও এটিকে ভবিষ্যৎ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখছেন। এবার এই নির্বাচনের প্রসঙ্গে মত দিয়েছেন জনপ্রিয় অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে জয় লিখেছেন, “ডাকসু নির্বাচনের ফলাফলে ভবিষ্যতের অনেক ইঙ্গিত প্রকাশ পাবে। ডাকসু শুধু ডাকসু নয়, এটি জাতীয় নির্বাচনের আগাম সংবাদ। ভোটগ্রহণ থেকে ফলাফল-সবকিছুই হবে ভবিষ্যতের বড় অংক। শুভকামনা।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই ডাকসু নির্বাচন ছাত্র রাজনীতির চিত্র বদলে দিতে পারে। এছাড়া, আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বার্তাও পৌঁছাতে পারে।
শাহরিয়ার নাজিম জয় মূলত অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক হলেও সাম্প্রতিক সময়ে সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও মতামত প্রকাশ করে থাকেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ডাকসুর মতো শিক্ষার্থীদের নির্বাচন দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রাথমিক প্রতিচ্ছবি বহন করে। তাই জয় যেভাবে এটিকে জাতীয় রাজনীতির সঙ্গে তুলনা করেছেন, তা নিছক অভিনয়শিল্পীর মন্তব্য নয়, বরং প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ।
ভিওডি বাংলা/জা