নতুন বিতর্কে কপিল শর্মা, এবার হুমকি নিজ রাজ্যে


বিতর্ক যেন পিছু ছাড়ছেই না ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার। গত মাসে কানাডায় খলিস্তানিদের হুমকির পর এবার নতুন করে মুম্বাই শহরে হুমকির মুখে পড়েছেন তিনি।
এবার তাকে হুমকি দিয়েছে মহারাষ্ট্রের কট্টরপন্থী রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। অভিযোগ, কপিল তার অনুষ্ঠানে মুম্বাই শহরকে ‘বোম্বে’ বা ‘বম্ববাই’ বলে সম্বোধন করেছেন।
এমএনএসের মুখপাত্র অমেয় খোপকার দাবি করেন, কপিল ইচ্ছাকৃতভাবে মুম্বাইয়ের নাম বিকৃত করছেন। তিনি প্রশ্ন তোলেন, “চেন্নাই, বেঙ্গালুরু বা কলকাতার নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারলে মুম্বাইয়ের ক্ষেত্রে সমস্যা কোথায়?” এ আচরণকে তারা ‘মুম্বাইকে অপমান’ হিসেবে দেখছেন।
এর আগে আগস্টে কানাডায় কপিলের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে টার্গেট করে একাধিক হামলা চালানো হয়। তখন খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা তাকে কানাডায় ব্যবসা বন্ধ করে মুম্বাই ফিরে যাওয়ার হুমকি দিয়েছিল। এবার অবশ্য হুমকি এসেছে স্থানীয় রাজনৈতিক দল এমএনএসের কাছ থেকে, যারা কপিলকে সতর্ক করেছে উচ্চারণের জন্য।
অমেয় খোপকার কপিলকে উদ্দেশ করে বলেন, “মুম্বাই আপনার কর্মভূমি। এখানকার মানুষ আপনাকে ভালোবাসে। যে শহর আপনাকে আপন করে নিয়েছে, সেই শহরকে অপমান করবেন না। ভুল হয়ে থাকলে এখনই নিজেকে শুধরে নিন।”
তিনি আরও যোগ করেন, “ভবিষ্যতে এমন ভুল হলে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে। শুধু আপনি নন, আপনার অনুষ্ঠানে যারা আসবেন তাদেরও সঠিকভাবে উচ্চারণ করতে বলবেন।”
এ ঘটনায় কপিল শর্মার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তিনি কি এমএনএসের দাবি মেনে নেবেন, নাকি বিতর্ক আরও ঘনীভূত হবে—এখন সেটাই দেখার বিষয়।
ভিওডি বাংলা/ আরিফ