• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫ বছরে দেশকে সোনার খনি করা সম্ভব: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন-ছবি সংগৃহীত

সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে মাত্র পাঁচ বছরে দেশকে ‘সোনার খনি’ রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত ‘ব্যবসার ভবিষ্যৎ: উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বশিরউদ্দীন বলেন, “ভবিষ্যতের সরকার যেন সমন্বিত উদ্যোগের মাধ্যমে গণতান্ত্রিকভাবে বাজার পরিচালনা করে। নিরপেক্ষ সংস্কার করলে বাজার ব্যবস্থা শক্তিশালী হবে এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে। সঠিক নেতৃত্বে পাঁচ বছরে দেশকে সোনার খনিতে রূপান্তর করা সম্ভব।”

তিনি আরও বলেন, “গত রমজানে সরকারের অর্থ বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় সরবরাহ চেইন স্বাভাবিক রাখায় নিত্যপণ্যের দাম কম ছিল। তবে, শাসনের পরিবর্তনের পর বাজারকে সঠিকভাবে পরিচালনা করা চ্যালেঞ্জিং ছিল। তথাকথিত সিন্ডিকেটের অনেক সদস্য তখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। এই জটিল পরিস্থিতি সামলাতে সরকারের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

বাণিজ্য উপদেষ্টা উল্লেখ করেন, “শেখ হাসিনার সময় আমাদের রিজার্ভ ছিল মাত্র ১০ বিলিয়ন ডলার। বিভিন্ন দেশের কাছে দায় ছিল ছয় বিলিয়ন ডলার। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সব দায় পরিশোধ করা হয়েছে। বর্তমানে দেশের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের বেশি।”

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৈয়ব চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুসলিম চৌধুরী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএফআইইউ প্রধান শাহীনুলের নিয়োগ বাতিল
বিএফআইইউ প্রধান শাহীনুলের নিয়োগ বাতিল
১০৪০ কোটি টাকার সার কিনছে সরকার
১০৪০ কোটি টাকার সার কিনছে সরকার
বড় পতনের দিনে লেনদেনেও ভাটা
বড় পতনের দিনে লেনদেনেও ভাটা