ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক


বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের সংগীতাঙ্গন একটি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।
ফারুকী বলেন, “লালন সঙ্গীতসহ বাংলার গান তিনি সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তাঁর কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগই নয়, সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছে। তাঁর শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে।”
তিনি মরহুমাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
শিল্পী ফরিদা পারভীন আজ রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
ভিওডি বাংলা/জা