• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংগীতশিল্পী আহরার মাসুদ ‘দীপ’ আর নেই

বিনোদন ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পি.এম.
র‍াস্টফ ব্যান্ডের ভোকালিস্ট আহরার মাসুদ-ছবি সংগৃহীত

র‍াস্টফ ব্যান্ডের ভোকালিস্ট আহরার মাসুদ, পরিচিত নাম দীপ, আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে তার মৃত্যুর খবর জানানো হয়।

পোস্টে বলা হয়, “প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহরার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা।”

ব্যান্ড আরও জানায়, “আমরা দীপের অসাধারণ প্রতিভা ও মানবিক গুণাবলীকে স্মরণ করছি। এই কঠিন সময়ে দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
কুসুম শিকদার ‘সুগার মামি হওয়ার বয়স এখন!’