• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

চায়ের সঙ্গে বৃষ্টিভেজা সন্ধ্যায় চিকেন পাকোড়া

লাইফস্টাইল    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চায়ের সঙ্গে বৃষ্টিভেজা দিনে সন্ধ্যা নামলেই মনে হয় মচমচে ও মুখরোচক কিছু থাকলে বেশ ভালো হতো। এমন সময় হালকা নাস্তা হিসেবে পাকোড়া বেশ জনপ্রিয়। কিন্তু বাসায় তো সবসময় পাকোড়া বানানোর মতো সবজি থাকেনা। তাহলে উপায়?

ফ্রিজে যদি থাকে একটা চিকেন ব্রেস্ট, তাহলে খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন মজাদার চিকেন পাকোড়া। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ   

১. মুরগির মাংস ১০০-১২০ গ্রাম
২. পেঁয়াজ কুঁচি ১টি
৩. কাঁচামরিচ কুঁচি ২টি
৪. ধনে পাতা ও আদা কুঁচি আধা টেবিল চামচ
৫. রসুন কুঁচি আধা টেবিল চামচ
৬. আস্ত জিরা আধা চা চামচ
৮. আস্ত ধনিয়া আধা চা চামচ
৯. জিরা আধা চা চামচ
১০. হলুদ ও লাল মরিচগুঁড়া পরিমাণমতো
১১. লেবুর রস আধা টেবিল চামচ
১২. ধনিয়া গুঁড়া ১ চা চামচ
১৩. কর্ন-ফ্লাওয়ার ২ টেবিল চামচ
১৪. বেসন ৪ টেবিল চামচ
১৫. লবণ এবং তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

প্রথমেই মুরগির মাংসগুলোকে পছন্দমতো সাইজে ছোট ছোট টুকরা করে কেটে ফেলুন। টুকরা খুব বেশি বড় বা খুব বেশি ছোট না হওয়া ভালো। মাংসগুলো কেটে নেয়ার পর এর মধ্যে একে একে আদা কুঁচি, পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি, কাঁচা মরিচ কুঁচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আস্ত জিরা, আস্ত ধনিয়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লেবুর রস ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

 আধাঘণ্টার জন্য মাখানো মাংসগুলো ফ্রিজে মেরিনেট হওয়ার জন্য রেখে দিন। আধাঘণ্টা পর ফ্রিজ থেকে মেরিনেট করা মাংস বের করে এর সঙ্গে কর্নফ্লাওয়ার এবং বেসন মেশান।

কর্নফ্লাওয়ার এবং বেসন এমনভাবে মেশাতে হবে যেন মাংসের টুকরাগুলো ঢেকে যায়। মিশ্রণটি ঘন করতে প্রয়োজনে আরো বেসন দিতে পারেন।

 ভালো করে মেশানো হয়ে গেলে মিশ্রণে মাংসের টুকরাগুলো মাঝারি আঁচে গরম তেলের মধ্যে দিয়ে দিন। মাংসের টুকরাগুলো বাদামী রং হয়ে গেলে নামিয়ে ফেলুন। এবার চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন মজাদার ও মচমচে চিকেন পাকোড়া।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীরচর্চায় লুকিয়ে আছে সতেজ-প্রাণবন্ত থাকার উপায়
শরীরচর্চায় লুকিয়ে আছে সতেজ-প্রাণবন্ত থাকার উপায়
সুস্থ থাকার প্রাকৃতিক সূত্র
সুস্থ থাকার প্রাকৃতিক সূত্র
খাবারের আগে সালাদ খাওয়ার উপকারিতা
খাবারের আগে সালাদ খাওয়ার উপকারিতা