টপ নিউজ
ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু
ভিওডি বাংলা ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পি.এম.

ছবি-সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২২ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ১৯৯ জন, ঢাকা বিভাগে ১০৪, বরিশাল বিভাগে ১৩১, চট্টগ্রাম বিভাগে ৯৮, খুলনা বিভাগে ১৪, ময়মনসিংহ বিভাগে ১৯, রাজশাহী বিভাগে ৫১ ও রংপুর বিভাগে ৬।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।
ভিওডি বাংলা/ এমপি