• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় যেভাবে সময় কাটাচ্ছেন হানিয়া আমির

বিনোদন ডেস্ক    ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তার আগমনে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে, আর তার সফর ঘিরেও রয়েছে নানা পরিকল্পনা।

হানিয়া বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় পা রাখেন এবং সামাজিক মাধ্যমে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা জানান। শুক্রবার বিকেলে তিনি ঘুরতে যান ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে, যেখানে কাটান কিছু বিশেষ মুহূর্ত। সেই মুহূর্তগুলোর ছবি ও ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেন।

এই সফরে হানিয়ার সঙ্গে ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। ভাইরাল ছবিতে দেখা যায়, তারা একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গনে ফুচকা ও ঝালমুড়ি উপভোগ করছেন, মাটির কাপে দুধ চা খাচ্ছেন এবং রিকশায় ঘুরছেন।

হালকা বেগুনির স্যালোয়ারে হানিয়ার ঘন-কালো চুল নজর কাড়ে, যদিও তার হেয়ারস্টাইল নিয়ে কিছু ভক্ত প্রশ্ন তুলেছেন। আহসান মঞ্জিলের সিঁড়িতে পোজ দিয়ে ছবি তোলেন তিনি, সঙ্গে থাকেন তার টিম, আয়োজক পক্ষ ও অন্যান্য ইনফ্লুয়েন্সার। একটি গ্রুপ সেলফিও তোলেন হানিয়া, যা ভক্তদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

প্রসঙ্গত, শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। তিনি আশা করছেন, বাংলাদেশের ভক্তদের ভালোবাসা তার সফরকে স্মরণীয় করে তুলবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
কুসুম শিকদার ‘সুগার মামি হওয়ার বয়স এখন!’