হানিমুনে মালদ্বীপ যাচ্ছেন শবনম ফারিয়া


তারকাদের বিয়ে হলে ভক্তদের কৌতূহল থাকে, তারা কোথায় যাচ্ছেন হানিমুনে। এবার সেই কৌতূহলের জবাব দিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি জানিয়েছেন, আগামী মাসেই নতুন স্বামী তানজিম তৈয়বকে নিয়ে হানিমুনে যাচ্ছেন মালদ্বীপ।
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ফারিয়া। বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর শেষ করেছেন এবং দেশে একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।
অভিনেত্রী আরও জানান, চলতি বছরের শেষে সহকর্মী, স্বজন ও ঘনিষ্ঠজনদের জন্য বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে তার আগেই মধুচন্দ্রিমার জন্য তারা মালদ্বীপকে বেছে নিয়েছেন।
এর আগে অভিনেত্রী শবনম ফারিয়া ২০১৯ সালের ফেব্রুয়ারিতে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। তবে ১ বছর ৯ মাসের সংসার শেষে তাদের বিচ্ছেদ হয়। প্রথম সংসার ভাঙনের এক বছর পরই তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গেলেও, অবশেষে নতুন জীবনের পথচলা শুরু করলেন তিনি।
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে শবনম ফারিয়া দ্রুতই নাটকে জনপ্রিয়তা পান। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়।
ভিওডি বাংলা/ আ