দুর্গাপূজায় আসছে উত্তমের ৪ গান


বিশিষ্ট সঙ্গীতশিল্পী উত্তম এই দুর্গাপূজায় চারটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন। গানগুলো তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এর মধ্যে একটি মৌলিক গান শিরোনাম ‘তুমি আমার নিশানা’, যা উত্তম নিজেই লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন। গানটির সঙ্গীতায়োজন করেছেন খ্যাতিমান মিউজিসিয়ান মুশফিক লিটু, এবং এর চিত্রায়ন হয়েছে কক্সবাজারে।
অন্য তিনটি গান মহান সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলামের সৃষ্টি, যথা: জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন শ জগতের নাথ করো পার হে।
এই তিনটি গানও উত্তমের নিজস্ব স্টুডিও উত্তম মিউজিক স্টেশন-এ নির্মিত হয়েছে। গিটার বাজিয়েছেন নিজেই, আর আধুনিক যন্ত্রানুসঙ্গের মিশ্রণে মিক্স-মাস্টার করেছেন মুশফিক লিটু।
উত্তমের সঙ্গীত যাত্রা দীর্ঘ ও সমৃদ্ধ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন, নজরুল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ও প্রশিক্ষক সার্টিফিকেট অর্জন করেছেন। এছাড়া রবীন্দ্রভারতী থেকে বিমিউজ সম্পন্ন করেছেন এবং বাংলাদেশ ও ভারতের বিভিন্ন খ্যাতিমান সঙ্গীতজ্ঞের কাছ থেকে তালিম নিয়েছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক ও নিজেও গান শেখান।
উত্তম বিটিভি ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে লাইভ ও রেকর্ডেড অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করছেন। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সুরকার ও সঙ্গীত পরিচালক। নিজের ইউটিউব চ্যানেলে প্রায় ৫০০টি গান রয়েছে।
ছোটবেলা থেকেই সঙ্গীতচর্চা শুরু করা উত্তমের জন্ম সোনারগাঁয়ে। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ভালবাসার ময়না, আমার চোখের জলে বহে নদী, পরাণ বন্ধু। ২০০৪ সালে ডেব্যু অ্যালবাম ‘হাওয়া’ প্রকাশিত হয়। পরবর্তীতে ‘এলোরে শ্রী দুর্গা’ নামে নজরুলের ৮টি ভক্তিগীতি নিয়ে অ্যালবাম প্রকাশ করেছেন।
উত্তম বর্তমানে নজরুলসঙ্গীত শিল্পী পরিষদের সহ-সভাপতি। সঙ্গীতের প্রতি তার আগ্রহ বিস্তৃত-শাস্ত্রীয় সঙ্গীত থেকে পাশ্চাত্য রক-ফিউশন পর্যন্ত। তিনি প্রত্যেক স্কুল-কলেজে মিউজিক ক্লাস চালু ও নতুন প্রজন্মকে গান শেখানোর প্রতিও আগ্রহী।
উত্তমের প্রাথমিক সঙ্গীত শিক্ষক ছিলেন প্রয়াত দেলোয়ার হক। উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছেন পণ্ডিত তুষার দত্তসহ বিশিষ্ট সঙ্গীতজ্ঞদের কাছ থেকে।
উত্তম তার দর্শক, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের দোয়া ও ভালোবাসা কামনা করছেন এবং চান সারা জীবন গান গেয়ে যেতে।
ভিওডি বাংলা/জা