৩৩ বছরের ক্যারিয়ারে শাহরুখের প্রথম!


দীর্ঘ ৩৩ বছরের অভিনয়জীবনে এবার প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলেন বলিউডের কিং খান, শাহরুখ খান। অসংখ্য জনপ্রিয় ছবি ও পুরস্কারের মালিক হলেও জাতীয় স্বীকৃতি এটাই তাঁর প্রথম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন শাহরুখ। ‘জওয়ান’ ছবির জন্য তাঁকে দেওয়া হয় শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার। তবে এ পুরস্কার তিনি ভাগ করে নিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসের সঙ্গে। দু’জনের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়েছে দুই লক্ষ টাকা পুরস্কারের অর্থমূল্য। শাহরুখ পেয়েছেন এক লক্ষ টাকা এবং বিক্রান্তও পেয়েছেন সমপরিমাণ অর্থ।
জাতীয় পুরস্কারের নিয়ম অনুযায়ী বিজয়ীরা একটি মেডেল, স্মারক ও অর্থমূল্য পান। এদিন কালো স্যুট পরে মঞ্চে আসেন শাহরুখ খান। সঙ্গে ছিলেন তাঁর দীর্ঘদিনের সহকারী পূজা দদলানি। হাতে এখনো ব্যান্ডেজ বাঁধা, কারণ সম্প্রতি কাঁধে অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে।
তবে শারীরিক অসুবিধা কাটিয়ে খুব শিগগিরই নতুন ছবি ‘কিং’–এর শুটিং শুরু করবেন এই বলিউড তারকা।
ভিওডি বাংলা/ আ