‘মুচকি হাসি’ ভাইরাল হয়ে ভুগেছেন পিয়া জান্নাতুল


মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত আইনপেশায়ও সক্রিয় পিয়া জান্নাতুল। একসময় তিনি সংসদ সদস্য থাকা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে কাজ করতেন। কয়েক বছর আগে সেই সময়ের একটি ভিডিও ক্লিপই বদলে দিয়েছিল পিয়ার পরিচিতি।
কালো কোট পরে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে থাকা পিয়ার একটি ভিডিওতে দেখা যায়, তিনি মুচকি হাসছেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তখন অনেকের কাছেই নতুন মুখ ছিলেন পিয়া, কিন্তু সেই এক ঝলক হাসিই রাতারাতি তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। ক্লিপটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস, মিম ও ভিডিও।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উঠে আসে সেই হাসির প্রসঙ্গ। পিয়া জানান, একটি সাধারণ হাসি তার জীবনে এনে দিয়েছিল বড় ধরনের বিপত্তি।
তিনি বলেন, “তখন কোন ভুলে হাসছিলাম জানি না। কিন্তু সেটি ভাইরাল হওয়ার কারণে আমি যে ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি, বিশেষ করে ৫ আগস্টের পর— সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
শোবিজ অঙ্গনে আইনজীবীর সংখ্যা কম নয়। তবে নিয়মিত আদালতে প্র্যাকটিস করেন এমন তারকা খুবই বিরল। পিয়া জান্নাতুল সেই বিরলদের একজন। কিন্তু একটি মুচকি হাসি যে একদিকে তাকে জনপ্রিয় করবে, অন্যদিকে বিব্রতকর পরিস্থিতিতেও ফেলবে— সেটি হয়তো কখনো ভাবেননি তিনি।
ভিওডি বাংলা/ আ