ইসরায়েলকে সমর্থন দেওয়া এজেন্টকে বরখাস্ত


ইসরায়েলকে সমর্থন দেওয়ায় এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা-সম্প্রতি এমন খবর প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। তবে এই খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন গায়িকা নিজেই।
এক ইনস্টাগ্রাম স্টোরিতে ডুয়া লিপা জানান, “ডেইলি মেইলে প্রকাশিত খবরটি অসত্য এবং উদ্দেশ্যমূলক। সংবাদমাধ্যমটি যে ভাষা ব্যবহার করেছে, তা কেবল ক্লিকবেট তৈরি ও অনলাইনে বিভাজন ছড়ানোর জন্য। তবে কোনো শিল্পীর মত প্রকাশে বাধা দেওয়া বা চাপ সৃষ্টির আচরণ আমি সমর্থন করি না।”
এদিকে লিপার ম্যানেজমেন্ট কোম্পানি উইলিয়াম মরিস এনডেভারও এক বিবৃতিতে বিষয়টি মিথ্যা বলে স্পষ্ট করেছে। প্রতিষ্ঠানটি জানায়, ডেভিড লেভি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডুয়া লিপার প্রাথমিক ক্যারিয়ারে যুক্ত ছিলেন। পরে তিনি কেবল উপদেষ্টা হিসেবে কাজ করেছেন; শিল্পীর দৈনন্দিন কার্যক্রমে তার কোনো ভূমিকা নেই।
ডুয়া লিপা দীর্ঘদিন ধরে ইসরায়েলবিরোধী অবস্থান নিয়ে পরিচিত। চলতি বছরের মে মাসে তিনি আরও ৩০০ জনের বেশি শিল্পীর সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে চিঠি লিখে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল, ইনস্টাগ্রাম
ভিওডি বাংলা/জা