‘তাহসানের সঙ্গে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ’: মিথিলা


পিএইচডি ডিগ্রি অর্জনের পর প্রথমবার ‘ডক্টর’ উপাধি নিয়ে টেলিভিশনের পর্দায় আসছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তিনি অংশ নিচ্ছেন বেসরকারি টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-র নবম পর্বে।
ওই বিশেষ পর্বে ড. মিথিলা খোলামেলা আড্ডায় জানিয়েছেন, তাকে ঘিরে চলা সমালোচনা কীভাবে সামলান তিনি। পাশাপাশি ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সংসার জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন।
সবচেয়ে আলোচিত অংশে মিথিলা বলেন, সাবেক স্বামী ও কন্যা আইরার বাবা তাহসান খানের সঙ্গে সম্পর্ক এখনও সৌহার্দ্যপূর্ণ। তিনি জানান, “রোজা আহমেদকে বিয়ের পর যেমন আমি তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ের পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।”
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে এ ধরনের ব্যক্তিগত মন্তব্য তিনি কখনো প্রকাশ্যে জানাননি।
ভিওডি বাংলা/ আ