• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

পেঁপে ছাড়া সব সবজির দাম চড়া

নিজস্ব প্রতিবেদক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে টানা তিন মাসের বেশি সময় ধরে সবজির দাম অতিরিক্ত বাড়ছে। তবে কাঁচা পেঁপের দামই কেবল কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্য সবজির দাম সাধারণত ৮০ থেকে ১০০ টাকার মধ্যে, আর কিছু সবজি যেমন বেগুন, গাজর, টমেটোর দাম ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে রয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির বাজারের এমন চিত্র দেখা গেছে। 

আজকের বাজারে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, প্রতি কেজি মিষ্টি কুমড়া ৬০ টাকায়, প্রতি কেজি ঝিঙা ৭০ টাকায়, প্রতি কেজি চিচিঙ্গা ৭০ টাকায়, প্রতি কেজি ধুন্দল ৮০ টাকা, প্রতি কেজি করলা ১০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি বেগুন (গোল) বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, গাজর প্রতি কেজি ১২০ টাকা, কঁচু প্রতি কেজি ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৭০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ থেকে ২৪০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সেগুনবাগিচা বাজারে এসেছেন বেসরকারি চাকরিজীবী খন্দকার মোজাম্মেল হক। তিনি বলেন, বাজারে পেঁপে ছাড়া অন্য সব সবজির দামই অতিরিক্ত বেশি। ৮০ থেকে ১০০ টাকার নিচে সবজির সংখ্যা তুলনামূলক কম। যা আছে সেগুলোও ৬০ থেকে ৭০ টাকা। আজ প্রায় তিন মাসের বেশি সময় ধরে বাজারে অতিরিক্ত দামে সবজি বিক্রি হচ্ছে, অথচ বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ আমরা কখনোই দেখছি না। আমাদের মতো সাধারণ ক্রেতারা অতিষ্ঠ হয়ে উঠেছে।

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা শাহিদুল ইসলাম জানান, “মূলত সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। এটি সবজির মৌসুম নয়। নতুন সরবরাহ শুরু হলে দাম কিছুটা কমতে পারে। মূলত বাজারে সরবরাহ কম থাকায় সবজিগুলোর দাম বেড়েছে। কারণ, এ সময় সবজির মৌসুম নয়, নতুন করে সবজি বাজারে উঠতে শুরু করলে দাম কমে আসবে। এছাড়া বিগত কিছুদিন যাবৎ নিয়মিত বৃষ্টির কারণে কৃষকের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতেই। বাজারে নতুন করে সবজি উঠতে শুরু করলে সবজির দাম কমে আসবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসইতে প্রথম ঘণ্টায় ১৩৯ কোটি টাকার লেনদেন
ডিএসইতে প্রথম ঘণ্টায় ১৩৯ কোটি টাকার লেনদেন
৪১৩ কোটি টাকায় অকটেন আমদানি করছে সরকার
৪১৩ কোটি টাকায় অকটেন আমদানি করছে সরকার
পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে
পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে