যেকোনো সময় বাবা হতে পারি : সালমান খান


বলিউডের চিরকুমার সালমান খান, ৫৯ বছর বয়সী এই সুপারস্টার এখনও বিবাহিত নন। সম্প্রতি একটি টেলিভিশন শোতে তিনি তার প্রেম ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা আলাপন করেছেন।
‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না’ নামের একটি শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানে বিয়ে না করেই বাবা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন নায়ক। শুধু তাই নয়, সেখানে তিনি তার দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার পেছনের কারণগুলো নিয়েও কথা বলেন।
শোতে সালমান বলেন, ‘যখন সম্পর্কে থাকা দুজন মানুষের মধ্যে একজন অন্যজনের তুলনায় বেশি সফল হয়ে যায়, তখন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। একজন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে।’ নায়ক এও মনে করেন, দুজনেরই উচিত একসঙ্গে সামনে এগিয়ে যাওয়া। কেউ যেন কারো ওপর নির্ভরশীল না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।
সম্পর্কের ভাঙনের জন্য তিনি নিজেকেই দায়ী করেছেন। সালমান বলেন, ‘যদি কোনো সম্পর্ক স্থায়ী না হয়, তো না হবে। এর জন্য যদি কাউকে দোষ দিতে হয়, তাহলে আমাকেই দোষ দেওয়া হোক।’
সালমান আরও জানান, ‘এক থা টাইগার’ ছবির সময় তিনি অনুভব করেছিলেন, যদি তার একটি সন্তান থাকে। তিনি বলেন, “সন্তান নিতে আমি ইচ্ছুক। একদিন নিশ্চয়ই বাবা হব, সেটা যেকোনো সময় হতে পারে-তাড়াতাড়ি বা পরেও। তবে এটুকু নিশ্চিত, আমি সন্তানের বাবা হবই। দেখা যাক।”
উল্লেখ্য, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফসহ একাধিক অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছিল; যদিও কোনো সম্পর্কই পরিণতি পায়নি।
ভিওডি বাংলা/জা