বিএসইসি চেয়ারম্যান:
পুঁজিবাজারে আর্থিক প্রতিবেদনের ফরেনসিক বিশ্লেষণ জরুরি


পুঁজিবাজারে আর্থিক প্রতিবেদনের ফরেনসিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাঙামাটিতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস’ শীর্ষক আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সংবাদমাধ্যমের মাধ্যমে বিনিয়োগকারীরা প্রথম তথ্য সংগ্রহ করেন। সঠিক সংবাদ বাজারে আস্থা বাড়ায়, স্থিতিশীলতা নিশ্চিত করে এবং মূলধন গঠনে সহায়ক।”
বিএসইসি চেয়ারম্যান বলেন, ফরেনসিক বিশ্লেষণ শুধু সাংবাদিকদের জন্য নয়, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও সাধারণ জনগণের জন্যও গুরুত্বপূর্ণ। কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা বা সম্ভাব্য অনিয়ম অনেক সময় সরাসরি বোঝা যায় না।
তিনি আরও যোগ করেন, “এই প্রশিক্ষণ সাংবাদিকদের গভীর বিশ্লেষণ করার দক্ষতা দেবে। ফলে সংবাদ হবে প্রমাণনির্ভর, জনস্বার্থে সহায়ক এবং বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কার্যকর।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “নিরপেক্ষ সাংবাদিকতা কেবল তথ্য প্রকাশ নয়, এটি সামাজিক দায়িত্ব। অপ্রমাণিত তথ্য বা গুজব ছড়ালে বাজার অস্থিতিশীল হতে পারে। তাই প্রতিটি সংবাদ হতে হবে ভারসাম্যপূর্ণ ও গবেষণাধর্মী।”
বিএসইসি সাংবাদিকদের দক্ষতা ও মানোন্নয়নে সবসময় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে। তিনি বলেন, “শুধু সাংবাদিকতা পুরস্কার নয়, ফেলোশিপ কর্মসূচিতেও আমরা সিএমজেএফকে যুক্ত করেছি। এর উদ্দেশ্য সাংবাদিকদের দীর্ঘমেয়াদে উচ্চ মানে পৌঁছে দেওয়া, যাতে বিনিয়োগকারীরাও উপকৃত হন।”
বক্তৃতা শেষে তিনি কর্মশালার প্রশংসা করে বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যভিত্তিক বাজার ব্যবস্থা ছাড়া কোনো পুঁজিবাজার টেকসই হতে পারে না।”
ভিওডি বাংলা/জা