মর্মাহত বিজয়, বিশেষ অনুরোধ কমল-রজনীকান্তের


ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি জনসভায় ভয়াবহ পদদলিতের ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারুর শহরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর জনসভায় ৩০ হাজার মানুষের অনুমতি থাকলেও সেখানে প্রায় দ্বিগুণ, অর্থাৎ ৬০ হাজার মানুষ জড়ো হন। অতিরিক্ত ভিড় ও অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পর বিজয় সভাস্থলে পৌঁছালে উত্তেজনা চরমে ওঠে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ পদদলিতের ঘটনা ঘটে। গরমে অসুস্থ হয়ে পড়েন শিশুসহ অনেকে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৯ জন নিহতের খবর নিশ্চিত হয়েছে।
ঘটনার পর বিজয় দ্রুত জনসভাস্থল ত্যাগ করে চেন্নাই ফিরে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি গভীর শোক প্রকাশ করে লিখেছেন,
“এই মর্মান্তিক ঘটনায় আমি শোকস্তব্ধ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
এ ঘটনায় দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত লিখেছেন, “এত নিরীহ প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে। নিহতদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।”
অন্যদিকে অভিনেতা কমল হাসান সরাসরি তামিলনাড়ু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। যারা দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি সরকারের কাছে অনুরোধ করব- আহতদের দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করুন।”
ভিওডি বাংলা/জা