টপ নিউজ
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের মধ্যাহ্ন ভোজ
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পি.এম.


ছবি: সংগৃহীত
ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলির আমন্ত্রণে বিএনপি নেতারা মধ্যাহ্নভোজে অংশ নেন এবং পরে শুভেচ্ছা বিনিময় করেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গুলশানের রাষ্ট্রদূতের বাসভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরু।
এ সময় দুই দেশের স্বার্থসংক্রান্ত বিষয় ছাড়াও বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়।
ভিওডি বাংলা/জা