সেলেনা গোমেজ-বেনি ব্লাঙ্কোর বিয়ে, পূর্ণতা পেল ৫ বছরের প্রেম


দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ ও সংগীতশিল্পী বেনি ব্লাঙ্কো। গত বছরের ডিসেম্বরে বাগদান সারার নয় মাসের মাথায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
রোববার (২৮ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেন সেলেনা। পোস্টে যুগলবন্দি বেশ কিছু ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন বিশেষ তারিখ—“৯-২৭-২৫”। অর্থাৎ, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিবাহিত জীবন শুরু করেন তারা।
প্রকাশিত ছবিগুলোতে সেলেনা ও বেনিকে চুম্বন ও আলিঙ্গনে মগ্ন দেখা যায়। পোস্টের পর বেনি ব্লাঙ্কো মন্তব্য করেন, “আমার সত্যিকারের স্ত্রী।”
বিয়ের সাজে সেলেনা ছিলেন অনবদ্য। তিনি রাল্ফ লরেনের কাস্টম-মেড সাদা পোশাকে হাজির হন, যাতে ফুলের নকশা করা ছিল। বেনিও রাল্ফ লরেনের কালো টাক্সিডো ও বো টাই পরে ছিলেন।
সেলেনার নতুন জীবনের খবরে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন। মাত্র তিন ঘণ্টায় তার পোস্টে প্রতিক্রিয়া জমে ৭ মিলিয়নেরও বেশি।
উল্লেখ্য, এর আগে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কারণে বারবার আলোচনায় এসেছিলেন সেলেনা। তবে ২০১৮ সালে তাদের ছয় বছরের সম্পর্ক ভাঙনের পর জাস্টিন বিয়ে করেন হেইলি বল্ডউইনকে। এরপর সেলেনা কাজে মনোনিবেশ করেন এবং ২০১৯ সালে বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানে কাজের সূত্রে ঘনিষ্ঠতা বাড়ে। ২০২৩ সালের ডিসেম্বরে তারা প্রকাশ্যে প্রেমের কথা জানান। অবশেষে ৫ বছরের সম্পর্কের পূর্ণতা মিলল বিবাহে।
ভিওডি বাংলা/ আরিফ