চুমুপ্রতি ১ হাজার টাকা দিতেন প্রযোজক : সাইফ


বলিউডের তারকা পরিবারে জন্ম নিয়েও শুরুর দিকে আর্থিক টানাপোড়েনে পড়তে হয়েছিল সাইফ আলি খানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, সেই সংকটকালীন সময়ে এক নারী প্রযোজকের অনৈতিক প্রস্তাবে রাজি হতে হয়েছিল তাকে।
সাইফ জানান, মাত্র ২১ বছর বয়সে তিনি অমৃতা সিংকে বিয়ে করেন। ২৫ বছর বয়সে জন্ম হয় প্রথম সন্তান সারার। পরিবার ও সন্তান সামলাতে তখন প্রবল অর্থকষ্টে পড়েন তিনি। এমন সময় এক প্রযোজক তাকে প্রতি সপ্তাহে এক হাজার রুপি দেওয়ার প্রস্তাব দেন। তবে শর্ত ছিল—প্রতিবার টাকা নেওয়ার সময় তাকে ১০ বার চুমু খেতে হবে।
সাইফের ভাষ্যে, “চুমুপ্রতি ১ হাজার টাকা করে দিতেন ওই প্রযোজক। অথচ সবাই ভাবে আমি আর্থিকভাবে ভাগ্যবান ছিলাম। আসলে তা নয়।”
তিনি আরও বলেন, পতৌদির নবাব মনসুর আলি খান ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান হওয়ায় অনেকেই মনে করতেন তার পথ সহজ ছিল। কিন্তু নব্বইয়ের দশকের শুরুতে তাকে ভীষণ সংগ্রাম করতে হয়েছে।
এদিকে, সাইফকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’-এ। শিগগিরই তিনি প্রিয়দর্শনের ‘হায়ওয়ান’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করবেন।
ভিওডি বাংলা/ আ