পিআর হলে জনগণের অংশগ্রহণ থাকবে না: কর্নেল অলি


লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি বীর বিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, আমরা মনে করি পিআর হচ্ছে প্রাইভেট রিলেশন। এ দেশে কোনো প্রাইভেট রিলেশন হবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের জনগণের কোন অংশগ্রহণ থাকবে না।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনায় উপজেলা এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে যাবে। আর আপনার ভোটে নির্বাচিত প্রতিনিধি যদি সংসদ সদস্য হয়, মন্ত্রী হয় তার মাধ্যমে আপনি সরকারে অংশগ্রহণ করেছেন। প্রাইভেট রিলেশন হলে আপনার কোনো অংশগ্রহণ থাকবে না।
তিনি বলেন, এস আলম বাংলাদেশের এক-তৃতীয়াংশ সম্পদের মালিক। এস আলম তৈরি হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার কারণে। তিনি আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছেন। হাতেগোনা কয়েকজন ব্যক্তির কাছে বাংলাদেশের অর্ধেক ধনসম্পদ জব্দ আছে। হাসিনা তার পোষ্য লোকদের হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন।
দুর্গাপূজা নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এখন দুর্গাপূজা চলছে, আপনারা পাহারা দেন। কারণ সংখ্যালঘুরা আমাদের আমানত।
সম্মেলনে একেএম সামছুল হক মাস্টারকে সভাপতি, অধ্যক্ষ আবুল কাশেমকে সিনিয়র সহসভাপতি, শাহজাহান সিরাজ চেয়ারম্যানকে সহসভাপতি, অধ্যক্ষ আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা এলডিপির কমিটি ঘোষণা করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ