টপ নিউজ
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পি.এম.


ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক রাজধানীর সেনা কল্যাণ ভবনে প্রস্তাবিত সরকারি মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক ‘ইউনাইটেড ইসলামি ব্যাংক পিএলসি’ বা ‘ইউনাইটেড ইসলামি ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’-এর জন্য অফিস স্পেস বরাদ্দ দিয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, সেনা কল্যাণ ভবনের ১৭ তলার স্যুট নম্বর ১৭০৭-এ মোট ২ হাজার ৩০৬ বর্গফুট জায়গা রেজিস্টার্ড অফিস হিসেবে বরাদ্দ করা হয়েছে।
নতুন এই ব্যাংকটি পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত হবে। অফিস বরাদ্দের অনুমোদন দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংকের রেজল্যুশন ডিপার্টমেন্টের প্রস্তাবের ভিত্তিতে।
ভিওডি বাংলা/জা