বাংলাদেশের পূজা কলকাতার মতো নয়: জয়া আহসান


দূর্গাপূজায় কলকাতায় মাতিয়ে নবমীর সকালে ঢাকায় ফেরেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ওপার বাংলার শিল্পী বন্ধুদের সঙ্গে পূজার আনন্দ ভাগ করার পর এবার ঢাকায় নিজের দেশের মানুষদের সঙ্গে শারদীয় উৎসব উদযাপন করবেন তিনি।
কলকাতায় পূজা কেমন কাটলো তা নিয়ে জয়া একটি ভারতীয় গণমাধ্যমকে বলেন, “দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দর্শন, ভোগ-খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা-সবই হয়েছে। সঙ্গে পূজা পরিক্রমাও ছিল।”
দুদেশের পুজোর পার্থক্য নিয়েও তিনি মন্তব্য করেন, “বাংলাদেশেও পূজা বড় করে হয়, খাওয়া-দাওয়ার আয়োজন থাকে। তবে কলকাতার পূজার ব্যাপার আলাদা।”
যদিও কলকাতার প্রতি তার গভীর টান আছে, দেশের প্রতি প্রেমেই নবমীর সকালেই তিনি দেশে ফিরেছেন। জয়া জানান, তার বাংলাদেশে থাকা কম্পাউন্ডেও বড় পরিসরে দুর্গাপূজা হয়, বিশাল মণ্ডপ তৈরি হয় এবং প্রতিমা দর্শনে ভিড় জমে। তাই মণ্ডপে যোগ দিতে দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
ভিওডি বাংলা/জা