জোড়া গোল করেও জেতাতে পারলেন না হালান্ড


দারুণ ফর্মে থাকা আর্লিং ব্রট হালান্ড চ্যাম্পিয়নস লিগেও জোড়া গোল করেছেন, কিন্তু ম্যানচেস্টার সিটি ম্যাচ জিততে পারেনি। বুধবার ইউরোপা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের দ্বিতীয় রাউন্ডে মোনাকোর মাঠে ২-২ গোলে ড্র করেছে সিটি।
সিটিজেনদের হয়ে জোড়া গোল করেছেন হালান্ড। অন্যদিকে জর্ডান টেজে মোনাকোকে প্রথমবার সমতায় ফেরানোর পর শেষ দিকে স্বাগতিকদের ১ পয়েন্ট নিশ্চিত করেন এরিক ডায়ার। এতে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে সিটি। ১ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে মোনাকো।
হালান্ডের দারুণ গোলে ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় সিটি। জাস্কো ভার্দিওলের উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সের বাইরে থেকে বুদ্ধিদ্বীপ্ত শটে গোলরক্ষকের ওপর দিয়ে জালে জড়ান নরওয়ে তারকা। তিন মিনিট পর চমৎকার এক গোলে সমতায় ফেরে মোনাকো। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ডাচ ডিফেন্ডার জর্ডান টেজে।
প্রথমার্ধে গোলের জন্য এই একটি শটই নিতে পারে মোনাকো। বিপরীতে এই সময়ে ৭০ শতাংশের বেশি সময় পজেশন রেখে ১০টি শট নেয় সিটি, যার পাঁচটি ছিল লক্ষ্যে। বিরতির আগের শেষ প্রচেষ্টায় ৪৪তম মিনিটে দলকে ফের এগিয়ে নেন হালান্ড। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে দারুণ হেডে গোলটি করেন তিনি।
৭৩তম মিনিটে টিজানি রেইডার্সের শট ক্রসবারে প্রতিহত হয়। তবে ৮৫তম মিনিটে ডি-বক্সে ফাউল করেন গন্সালেস। ভিএআরের পর পেনাল্টি থেকে গোল করেন এরিক ডায়ার। শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি আর ব্যবধান গড়তে পারেনি। ম্যাচ শেষে হতাশায় মাঠ ছাড়েন পেপ গার্দিওলার দল।
ম্যাচের ৮৫তম মিনিটে ডি-বক্সে প্রতিপক্ষের এরিক ডায়ারকে ফাউল করে বসেন গন্সালেস। অনেকটা বিলম্বের পর ভিএআর মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি। নিজেই স্পট কিক নিয়ে সমতা টানেন এই ইংলিশ ডিফেন্ডার। বাকি সময়ে গোলের জন্য দুটি শট নিলেও ব্যবধান আর গড়তে পারেনি ম্যানচেস্টার সিটি। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।
ভিওডি বাংলা/জা