পূজার কপালে সিঁদুর


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী আবারও আলোচনায়। শারদীয় দুর্গাপূজায় তার কপালে সিঁদুর দেখে ভক্তদের মনে একটাই প্রশ্ন- তবে কি চুপিচুপি বিয়ে করেছেন তিনি?
হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, অবিবাহিত মেয়েরা সাধারণত সিঁদুর পরেন না। তাই পূজার কপালে সিঁদুর দেখে নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।
দুর্গাপূজার তিন দিন তিন রকম সাজে বিভিন্ন মণ্ডপে দেখা গেছে এ অভিনেত্রীকে। বিজয়া দশমীতে দেবী দুর্গার কাছে নিজের প্রয়াত মায়ের আত্মার শান্তি কামনা করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পূজা বলেন, “আমার গর্ভধারিণী মা মারা গেছেন, তিনি যেন ভালো থাকেন-এটাই চেয়েছি। আমরা সবাই নিজের জন্য চাই, কিন্তু মা কেমন আছেন সেটা জিজ্ঞেস করি না।”
এ বছর ঢাকাতেই পূজা উদযাপন করেছেন। ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন মণ্ডপ। পূজার কথায়, ‘হিন্দু ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজা প্রতিবছরই ভালো লাগে। পূজার দিনগুলোতে বনানীর মণ্ডপসহ আরও অনেক মণ্ডপে যায়। ছোটবেলায় বাড়িতেই পূজা হতো। এখন ব্যস্ততার কারণে বাড়িতে যাওয়া হয় না। তবে ঢাকাতে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে উদযাপন করা হয় এবং দুর্গাপূজা সব সময় ভালো লাগে।’
বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী জানান, “একজন আমার গালে সিঁদুর দিচ্ছিলেন, তখন তারা বললেন- প্রার্থনা করি, আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো।”
এর একদিন পর আজকে বিকেলে পূজা নিজের ফেসবুকে কপালে সিঁদুর পরা কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘যেখানে প্রকৃতি কথা বলে, সেখানে হৃদয় থেমে শোনে।’ জানা গেছে, এই ছবিগুলো একটি ফ্যাশন হাউজের ফটোশুটের অংশ। তার কিছু ছবি পূজার ফেসবুক পেজে দিয়েছেন।
পূজার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টগর’, যা ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ এবং পরিচালনায় ছিলেন আলোক হাসান।
ভিওডি বাংলা/জা