• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাবনা-৩ আসন নিয়ে সার্কাস চালাচ্ছেন ১ প্রার্থী

পাবনা প্রতিনিধি    ৫ অক্টোবর ২০২৫, ১০:৩৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও পাবনা-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা বলেছেন, পাবনা-৩ আসন নিয়ে সার্কাস চালাচ্ছে একজন প্রার্থী ও তার দোসররা। প্রথমে তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া, একবার প্রাথমিক মনোনয়ন দেওয়া, আর একবার পত্রিকার নিউজে তাকে গ্রীন সিগন্যাল দেওয়া হচ্ছে। এরকম নানাভাবে তারা প্রতারণা ধোঁকাবাজি করছেন। পাবনা-৩ আসনের মাটি মানুষের অস্তিত্ব নিয়ে খেলা করছেন। তাই সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। 

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ি চারমাথা মোড়ে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত  এক সমাবেশে এ কথা বলেন তিনি। 

সমাবেশে হাসানুল ইসলাম রাজা আরও বলেন, পাবনা-৩ আসন থেকে বেশ কয়েকজন প্রার্থী ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। 
ইতিমধ্যেই আপনারা জানেন সুজানগর থেকে একজনকে পাবনা-৩ আসনে এনে তাকে ধানের শীষ দেয়া হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছে। চাটমোহরবাসীকে ফাঁকি দিয়ে তাকে নাকি প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু আমি তার আগে থেকেই আহবান জানিয়েছিলাম জাগো পাবনা-৩ এলাকাবাসী জাগো। আমরা বহিরাগত কাউকে প্রার্খী চাইনা। আমরা পাবনা-৩ এর স্থানীয় প্রার্থী চাই। 

সবাইকে সচেতন হওয়ার উদ্বাত্ত আহ্বান জানিয়ে রাজা বলেন, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি তুহিন সাহেব প্রাথমিক মনোনয়ন আর গ্রিন সিগন্যাল এর নাটক মঞ্চস্থ করেছেন। তার দোসররা মাদক ব্যবসার সাথে জড়িত। চাঁদাবাজির সাথে জড়িত। তাই আপনারা জেগে উঠুন। ঘরে ঘরে আওযাজ উঠান, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের স্থানীয় প্রার্থী চাই। বহিরাগত কাউকে চাই না। আমি এমপি হলে এমপি হবেন আপনারা। আমার প্রতিশ্রুতি একটাই আমি চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর উপজেলার সকল ধরনের অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করে সকল শ্রেণি পেশার মানুষের জীবনে শান্তি প্রতিষ্টা করতে চাই। নিজেদের অস্তিত্ব আর কল্যানের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার পাশে এসে দাঁড়ান। 

হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন এর সভাপতিত্বে এবং চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহরুল ইসলাম মাস্টার এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান, প্রবীণ বিএনপি নেতা আফসার আলীসহ অনেকে। 

এ সময় চাটমোহর উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, চাটমোহর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা মোবারক হোসেন, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ইনু, ছাত্রদল নেতা হাসিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
ক্যাপশন: সমাবেশে বক্তব্য দিচ্ছেন হাসানুল ইসলাম রাজা। শনিবার সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ি চারমাথা মোড়ে। 
 
ভিওডি বাংলা-এম এস রহমান, পাবনা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাদাপাথর লুট মামলায় এবার আ’লীগ নেতা গ্রেপ্তার
সাদাপাথর লুট মামলায় এবার আ’লীগ নেতা গ্রেপ্তার
সন্ত্রাস-দুর্নীতি রুখতে তারেক রহমানের ৩১ দফাই সমাধান: রহমাতুল্লাহ
সন্ত্রাস-দুর্নীতি রুখতে তারেক রহমানের ৩১ দফাই সমাধান: রহমাতুল্লাহ
দৌলতপুরে বাঁধ নির্মাণের দাবিতে শত শত মানুষের মানববন্ধন
দৌলতপুরে বাঁধ নির্মাণের দাবিতে শত শত মানুষের মানববন্ধন