• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঐকমত্য কমিশন শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দেবে

নিজস্ব প্রতিবেদক    ৫ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ঐকমত্য কমিশন খুব শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।

বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর মনোভাব এবং কমিশনের অবস্থান তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত চূড়ান্ত অগ্রগতি জানাতে নির্দেশ দিয়েছেন। 

আরও পড়ুন: রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে বৈঠক আজ

ড. আলী রীয়াজ বলেন, কমিশন সকল রাজনৈতিক দল এবং গণমাধ্যমের থেকে ব্যাপক সহযোগিতা ও সমর্থন পেয়েছে।

বৈঠকে কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন-বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে ছিলেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪