• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ভেস্তে যাচ্ছিল বিরাট-আনুশকার বিয়ে!

বিনোদন ডেস্ক    ৫ অক্টোবর ২০২৫, ০৭:১৯ পি.এম.
বলিউড তারকা আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। সংগৃহীত ছবি

বলিউড তারকা আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ইতালির তুসকানিতে হওয়া বিয়েটি আজও ভক্তদের কাছে রূপকথার মতো মনে হয়। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে হয়েছিল সেই স্বপ্নের আয়োজন। কিন্তু আপনি কি জানেন, সেই দিনটি প্রায় ভেস্তে যেতে বসেছিল?

‘দ্য ওয়েডিং ফিল্মার’খ্যাত বিশাল পাঞ্জাবি, যিনি পুরো বিয়ের ভিডিও ধারণ করেছিলেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন—বিয়ের আগের রাতে প্রবল বৃষ্টিতে পুরো আয়োজন ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। শেষ মুহূর্তে ওয়েডিং প্ল্যানার দেবিকা নারায়ণ ও তার টিম সারা রাত না ঘুমিয়ে বিয়ের ভেন্যু নতুন করে প্রস্তুত করেন।

বলিউড তারকা আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।

বিশাল বলেন,“বিরাট ও আনুশকার বিয়ের দিন প্রবল বৃষ্টি হয়েছিল। শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করতে হয়। দেবিকা নারায়ণ সারারাত জেগে মণ্ডপ ও সাজসজ্জার কাজ করেছেন—একটুও ঘুমাননি।”

বৃষ্টির কারণে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিরাট ও আনুশকা ছিলেন পুরোপুরি শান্ত। তারা আয়োজনকারীদের প্রতি পূর্ণ আস্থা রেখেছিলেন।

বিশাল আরও জানান,“আমাদের কাছে পুরো আয়োজন গোপন রাখা হয়েছিল। বুঝেছিলাম এটি বড় কোনো তারকার বিয়ে, কিন্তু পৌঁছানোর পরেই নিশ্চিত হই। গিয়ে দেখি, বিরাট ও আনুশকা দুজনেই ভীষণ সরল, আন্তরিক ও ভদ্র মানুষ।”

তিনি আরও বলেন,“ওরা আমাকে খুব সুন্দরভাবে স্বাগত জানিয়েছিল। বলেছিল, ‘আপনি যা করেন, সেটা করুন। আমরা জানি না আপনি কী করেন, কিন্তু বিশ্বাস করি, আপনি এখানে আছেন মানে ঠিক কাজই করছেন।’ অনুষ্ঠানটা ছোট ছিল, কিন্তু মনে হয়েছিল আমরা সবাই এক পরিবারের সদস্য।”

বিরাট ও আনুশকার প্রেমের শুরু ২০১৩ সালে, এক শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রের শুটিং থেকে। এরপর ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয় এবং ২০১৪ সালে প্রকাশ্যে আসে। একসময় বিচ্ছেদের গুঞ্জন উঠলেও তারা আবার এক হন, যা পরে পরিণতি পায় বিয়েতে।

বর্তমানে এই তারকা দম্পতির এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

অনেক ভক্তের মতে, বিরাট-আনুশকার বিয়ে শুধু একটি তারকা-জোড়ার মিলন নয়, বরং ভালোবাসা, বিশ্বাস ও একে অপরের প্রতি শ্রদ্ধার প্রতীক—যেখানে প্রবল বৃষ্টি পর্যন্ত থেমেছিল তাদের সুখের দিনের সামনে।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
‘গীতা গোবিন্দম’ থেকে বাস্তব জীবনে রাশমিকা-বিজয়ের প্রেম
‘গীতা গোবিন্দম’ থেকে বাস্তব জীবনে রাশমিকা-বিজয়ের প্রেম