• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অনিয়ন তৈরির বিফ চিলি রেসিপি

লাইফস্টাইল    ৭ অক্টোবর ২০২৫, ০১:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

বিফ চিলি অনিয়ন রেস্টুরেন্টে গিয়ে  অর্ডার করে খান অনেকেই।  গরুর মাংসের এই পদ আবার কোনো কোনো দাওয়াতে খাবারের তালিকায় থাকে। সুস্বাদু এই খাবার সব বয়সীর কাছেই লোভনীয়। বাড়িতে অতিথি এলে কিংবা ঘরোয়া কোনো আয়োজনে রাখতে পারেন গরুর মাংসের ব্যতিক্রমী এই পদ। বিফ চিলি অনিয়ন তৈরি করা কঠিন কিছু নয় রেসিপি জানা থাকলে। চলুন জেনে নেওয়া যাক, বিফ চিলি অনিয়ন তৈরির রেসিপি-

ম্যারিনেট করার জন্য যা লাগবে

গরুর মাংস- ২৫০ গ্রাম

আদা বাটা- আধা চা চামচ

রসুন বাটা- আধা চা চামচ

গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ

সয়া সস- ১ চা চামচ

ডিম- ১টি

লবণ- ১/২ চা চামচ

কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ

ভাজার জন্য তেল- পরিমাণ মতো।

রান্নার জন্য যা লাগবে

রসুন কুচি- ১ টেবিল চামচ

আদা কুচি- ১ টেবিল চামচ

কাঁচা মরিচ- ৭-৮টি

পেঁয়াজ বড় করে কাটা- ১ কাপ

ক্যাপসিকাম- ১টি

সয়া সস- ১ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ

চিনি- আধা চা চামচ

গরম পানি- ২ কাপ।

যেভাবে তৈরি করবেন

 লম্বা করে মাংসগুলো পাতলা ও কিছুটা  কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর সব মসলা দিয়ে মেখে ২০ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর ডুবো তেলে মিডিয়াম টু হাই হিটে ৩ থেকে ৪ মিনিট ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে।

কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়ে তাতে রসুন ও আদা কুচি দিয়ে নেড়েচেড়ে নিন। এরপর তাতে কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে আরেকটু নেড়েচেড়ে তার মধ্যে ভাজা মাংসগুলো দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে দুই কাপ গরম পানি দিয়ে দিন। এরপর তাতে পরিমাণমতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে রান্না করতে হবে।

ক্যাপসিকাম  রান্না হয়ে এলে দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এরপর কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিতে হবে। ঝোল ঘন হয়ে এলে তাতে চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। এবার নানরুটির  কিংবা   ফ্রায়েড রাইস, পোলাও, পরোটা সঙ্গে পরিবেশন করুন চিলি অনিয়ন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসে, শক খায় না?
পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসে, শক খায় না?
চোখের নিচের কালো দাগ কখন হতে পারে স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত
চোখের নিচের কালো দাগ কখন হতে পারে স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত
এই উৎসবে নিজ হাতে বানান সুস্বাদু গোলাপজাম
এই উৎসবে নিজ হাতে বানান সুস্বাদু গোলাপজাম