কিডনিতে সমস্যা হলে শরীরে কোথায় কোথায় ব্যথা হয়?


শরীরের ভেতরে কোনো অঙ্গ বা অস্বাস্থ্যজনিত সমস্যা তৈরি হলে তা প্রথম দিকে বাইরে থেকে বোঝা যায় না। বিশেষ করে কিডনির সমস্যা ‘নীরব ঘাতক’ হিসেবে পরিচিত। কিডনি বিকল হওয়ার আগে সাধারণত কোনো স্পষ্ট লক্ষণ দেখায় না।
কিডনি রক্ত পরিশোধন করে, বর্জ্য বের করে, লবণের ভারসাম্য ঠিক রাখে এবং রক্ত তৈরি করতে সাহায্য করে। যখন কিডনি ঠিকমতো কাজ করতে পারে না, তখন শরীর কিছু ইঙ্গিত দিতে শুরু করে।
কিডনিতে সমস্যা হলে ব্যথার সাধারণ স্থানগুলো:
পিঠের উপরের অংশ (ফ্ল্যাঙ্ক পেইন)
মেরুদণ্ডের দু’পাশে, কোমরের উপরের অংশ (পাঁজরের নিচে)
একদিকে বা দু’দিকেই হতে পারে
কোমরের নিচে
পেটের পাশের অংশে, বিশেষ করে সংক্রমণ বা ফোলাভাব থাকলে
তলপেট ও মূত্রথলিতে, কিডনিতে পাথর নেমে এলে
কুঁচকি ও উরুতে, কিডনি স্টোন থাকলে ব্যথা নেমে যায়
অন্যান্য উপসর্গ যা কিডনির সমস্যার ইঙ্গিত দিতে পারে:
প্রস্রাব করতে জ্বালা, ঘন ঘন প্রস্রাব বা কম প্রস্রাব হওয়া
প্রস্রাবে রক্ত বা ফেনা দেখা
হাত-পা বা চোখের চারপাশে ফোলা
জ্বর, বমি বা ঠান্ডা লাগা (সংক্রমণের ক্ষেত্রে)
বিশেষজ্ঞদের পরামর্শ, কিডনির সমস্যার শুরুতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ব্যথা বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে অবিলম্বে পরীক্ষা করানো উচিত।
ভিওডি বাংলা/জা