ভালোবাসায় ভরা ঋতুপর্ণার পোস্ট


অভিনয়, সংসার ও মাতৃত্ব—সব দায়িত্বই সমান দক্ষতায় সামলাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সোমবার (৬ অক্টোবর) স্বামী সঞ্জয় চক্রবর্তীর জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ছোটবেলা থেকেই পরিচিত ছিলেন ঋতুপর্ণা ও সঞ্জয়। দীর্ঘ বন্ধুত্বের পর প্রেমে পরিণতি পায় এবং ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর তারা বিয়ে করেন। প্রায় ২৬ বছরের পথচলায় এখনো তারা সমানভাবে একে অপরের সঙ্গী।
ঋতুপর্ণা জানিয়েছেন, সপ্তম শ্রেণিতে পড়াকালীনই সঞ্জয়ের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। পরে সঞ্জয় বিদেশে পড়তে গেলেও সম্পর্ক টিকে থাকে। তিনি বলেন, “বাবা চাইতেন ছেলেটি শিক্ষিত হোক, মা চাইতেন ভালো পরিবারের। সঞ্জয় দুটো শর্তই পূরণ করেছিল।”
বর্তমানে সঞ্জয় মোবিঅ্যাপস নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও, থাকেন সিঙ্গাপুরে। তাদের দুই সন্তান—ছেলে অঙ্কন ও মেয়ে নিয়ার জন্ম ও পড়াশোনাও সেখানে। তাই অভিনেত্রীকে প্রায়ই দেখা যায় কলকাতা ও সিঙ্গাপুরে সময় ভাগ করে নিতে।
ব্যস্ত ক্যারিয়ারের পাশাপাশি পরিবার ও সন্তানদের যত্নে সময় দেওয়ায় ঋতুপর্ণা আজও অনেকের কাছে অনুপ্রেরণা।
ভিওডি বাংলা/ আ