• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক    ৮ অক্টোবর ২০২৫, ০১:৫৯ পি.এম.
ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গার্গ-ছবি সংগৃহীত

ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গার্গের সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যুর ঘটনায় বড়সড় মোড় এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রয়াত গায়কের জ্ঞাতিভাই এবং অসম পুলিশ সার্ভিসের (এপিএস) কর্মকর্তা সন্দীপন গার্গকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে, মৃত্যুর সময় তিনি গায়কের সঙ্গে ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৫২ বছর বয়সী জুবিন গার্গ উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নেয়ার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। গত ১৯ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুরের একটি দ্বীপের কাছে সাঁতার কাটার সময় মৃত্যুবরণ করেন।

ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) বহুবার জিজ্ঞাসাবাদের পর সন্দীপনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৮ অক্টোবর) তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করা হবে।

এর আগে এই ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন গায়কের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত এবং সংগীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত।

জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে শুরু থেকেই রহস্য ছিল। পুলিশের এপিএস কর্মকর্তার গ্রেপ্তারের পর মামলার তদন্তে নতুন গতি আসার আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের আলোচনায় সৃজিত-মিথিলা
ফের আলোচনায় সৃজিত-মিথিলা
ভুয়া আইডির ফাঁদে নুসরাত ফারিয়া, সতর্ক করলেন ভক্তদের
ভুয়া আইডির ফাঁদে নুসরাত ফারিয়া, সতর্ক করলেন ভক্তদের
পারিবারিক গল্পে আসছে রাজের ‘এটা আমাদেরই গল্প’
পারিবারিক গল্পে আসছে রাজের ‘এটা আমাদেরই গল্প’