রাজবাড়ীর পদ্মায় নৌ পুলিশের অভিযানে ৯ জেলে আটক


ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের অভিযোগে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৬ হাজার বর্গমিটার অবৈধ জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ভোর রাত পর্যন্ত এসআই অপূর্ব কুমার সাহার নেতৃত্বে নৌ পুলিশ ও কোস্টগার্ডের একটি যৌথ দল পদ্মা নদীতে অভিযান চালায়।অভিযানটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকা থেকে শুরু হয়ে চর কর্ণেশন, চর মজলিসপুর, ধোলাইয়ের চর এবং কলাবাগান চ্যানেল পর্যন্ত চলে। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৯ জন জেলেকে আটক করাসহ ৬ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
আটককৃত জেলেরা হলেন: ফরিদপুর জেলার কোতোয়ালি থানার মো. সালাম মোল্লা (৩৬), ওবাইদুল সরদার (৩০), মো. ফজল মোল্লা (৩৫), মো. ছুরমান (৩২), মো. আলমগীর (৩০), মো. রুহুল আমিন (৩৩), মো. ইসাক মোল্লা (৪০), মোতালেব কাজী (৪৫) এবং রাজবাড়ীর গোয়ালন্দের বাচ্চু সরদার (৩৫)।
ওসি ত্রিনাথ সাহা আরও জানান, আটককৃত জেলেদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে তাদের রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে ও “জব্দ করা ৬ হাজার বর্গমিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত ১০ কেজি ইলিশ মাছ দৌলতদিয়া খানকা শরীফের দরিদ্র ও এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে।”
মৎস্য দপ্তর জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের সব নদী ও মোহনায় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ