• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইবি শিক্ষার্থীদের সময় সাশ্রয়ে ঘণ্টা ভিত্তিক বাস সার্ভিস চালুর দাবি

ইবি প্রতিনিধি    ৮ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সময় সাশ্রয় ও যাতায়াতের ভোগান্তি কমাতে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’। 

বুধবার (৮ অক্টোবর) ইবি পরিবহন প্রশাসকের নিকট দেওয়া এক লিখিত আবেদনে তারা জানান,“আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট” এর তত্বাবধানে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে আলোচনা ও পরামর্শ করেছি। তাদের প্রয়োজনীয় ও প্রাণের দাবি, পরিবহন পুলে ঘন্টা প্রতি বাস সার্ভিস সংযুক্ত করা। এমন সার্ভিস চালু হলে অনেক শিক্ষার্থীর সময় নষ্ট কম হবে এবং শিক্ষার্থীদের সময়গুলো প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হবে। তাই শিক্ষার্থীদের প্রয়োজনে পরিবহন পুলে ঘন্টা প্রতি বাস সার্ভিস চালু করার অনুরোধ করছি।”

এ সময় ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’-এর প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, “ যে সকল শিক্ষার্থীরা নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে এসে ক্লাস করেন এবং ক্যাম্পাসের যে সকল শিক্ষার্থী শহরে টিউশনি সহ অন্যান্য প্রয়োজনে যাতায়াত করেন। বর্তমান শিডিউল অনুযায়ী তারা অনেক ভোগান্তিতে পড়ছে এবং তাদের সময় অপ্রয়োজনীয় ভাবে নষ্ট হচ্ছে। আমরা সেজন্য পরিহন প্রশাসক স্যারের সাথে দেখা করে শিক্ষার্থীদের ভোগান্তির কথা বলেছি এবং তিনি আশ্বস্ত করেছেন আগামী সাত কার্যদিবসের ভিতরে এটি পরীক্ষামূলকভাবে চালু করবেন। আশা করি এটি চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে  লাঘব হবে এবং শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময় যথাযথভাবে ব্যবহার করতে পারবে।

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, এর আগেও শিক্ষার্থীরা মৌখিক দাবি জানিয়েছিল। ফরমালি আজকে একটা প্রতিনিধি টিম এসে লিখিত দাবি জানিয়েছে। আমরা অবগত আছি। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাকসু নির্বাচনে প্রচারণার সময়সীমা বাড়ল
রাকসু নির্বাচনে প্রচারণার সময়সীমা বাড়ল
ফিক্সড-মিল নিয়ে ইবি শিক্ষার্থীদের মারামারি, আহত ৪
ফিক্সড-মিল নিয়ে ইবি শিক্ষার্থীদের মারামারি, আহত ৪
গাজামুখী কর্মীদের আটকের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন
গাজামুখী কর্মীদের আটকের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন