• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাসারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ৮ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

অবৈধ পথে ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে মানবপাচার চক্রের মূলহোতা মো.মুকুল হাওলাদার-(৪২),তার সহযোগী অহিদ হাওলাদার-(৩০) ও সোহেল মাতুব্বর-(৩২)কে গ্রেপ্তার করেছে মাদারীপুরের ডাসার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মুকুল হাওলাদার সদর উপজেলার কেন্দুয়া এলাকার গাজিরচর গ্রামের রেজ্জেক হাওলাদারের ছেলে ও অহিদ হাওলাদার একই গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে এবং সোহেল মাতুব্বর একই এলাকার কাউয়াকুড়ি গ্রামের বারেক মাতুব্বরের ছেলে।

বুধবার (০৮ অক্টোবর) ভোর রাতে ডাসার থানার ওসি মো.এহতেশামুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওই আসামীদেরকে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও মামলা সুত্রে জানা গেছে, মানবপাচারকারী চক্রের মূলহোতা মো. মুকুল হাওলাদার, তার সহযোগী অহিদ হাওলাদার ও সোহেল মাতুব্বরসহ বেশ কয়েকজন যুবক মিলে লিবিয়া দিয়ে ইতালী, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে ডাসার উপজেলার কমলাপুরসহ দেশের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের কাছ থেকে নগদ কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা।পরে মুন্নি বেগম নামে একজন ভূক্তভোগী বাদি হয়ে গ্রেফতারকৃত ওই আসামীসহ ১০জনের নামে আদালতে একটি মামলা দায়ের করেন।পরে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজন আসামীকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মানবপাচার মামলা থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বাকী আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবচরে সহীহ কুরআন তেলাওয়াতের অনুশীলন
শিবচরে সহীহ কুরআন তেলাওয়াতের অনুশীলন
শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন নাসরিন আক্তার
শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন নাসরিন আক্তার
গৌরীপুরে আগাম শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ
গৌরীপুরে আগাম শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ